সুন্দরবন পর্যটকদের বরন করতে প্রস্তুুত

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৫ পিএম
সুন্দরবন পর্যটকদের বরন করতে প্রস্তুুত

দির্ঘ ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে আবারও সুন্দরবনে প্রবেশ করতে পারছে জেলে বাওয়ালী সহ পর্যটকরা। আর সেই পর্যটকদের বরন করে নিতে সকল প্রস্তুুতি সম্পন্ন করেছে বন বিভাগ। বাড়তি আকর্ষন হিসাবে কালাবগী ও শেখের টেক ইক্যুট্ররিজম কেন্দ্র দুটি পর্যটকদের কাছে আকর্ষন করতে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা সহ সকল প্রকার সুযোগ সুবিধা। নিবিঘ্নে যাতে মনের আনন্দে পর্যটকরা ঘুরতে পারে তার জন্য বন বিভাগের উদ্যোগে এত কিছুর আয়োজন। বন বিভাগ সুত্রে জানা গেছে, সুন্দরবনের খুলনা রেঞ্জে অবস্থিত শেখের টেক ও কালাবগী ইকো-ট্যুরিজম কেন্দ্র দুটি পর্যটকদের জন্য প্রস্তুত, যেখানে পন্টুন, ওয়াচ টাওয়ার, গোলঘর ও ফুট ট্রেইলের মতো সুবিধা তৈরি করা হয়েছে। এই কেন্দ্র দুটি সুন্দরবনের প্রকৃতি ও জীববৈচিত্র্য উপভোগ করার একটি নতুন সুযোগ তৈরি করেছে, যেখানে দর্শনার্থীরা হরিণ ও কুমির দেখতে পারবে এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান ও জীবিকার সুযোগ সৃষ্টি করছে। শুধু তাই নয় বাঘের বাড়ি খ্যাত শেখের টেক ইক্যুট্ররিজম কেন্দ্রটিতে রয়েছে প্রাচীন মন্দির। সেখানে গেলে বাঘের দেখাও মিলতে পারে। অপর দিকে কালাবগী ইকো-ট্যুরিজম কেন্দ্রের বৈশিষ্ট হলো যে, এটি সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের আওতাভুক্ত একটি ইকো-ট্যুরিজম কেন্দ্র, যা খুলনা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে নৌযান থেকে ওঠানামার জন্য রয়েছে পন্টুন। পর্যটকদের বসার জন্য গোলঘর ও বেঞ্চ। বনের মধ্যে হাঁটার জন্য কংক্রিটের ফুট ট্রেইল তৈরী করা হয়েছে। পর্যটকদের দেখার জন্য পৃথক খাঁচায় হরিণ ও কুমির রাখা আছে। কালাবগী ঘুরে ঐ স্টেশন থেকে পারমিট নিয়ে শেখের টেক যেতে পারবে পর্যটকরা। কালবগী স্টেশন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে বন বিভাগ সব সময় প্রস্তুত। তারা যাতে নিবিঘ্নে চলাচল করতে পারে তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।  নলিয়ান এলাকার বাসিন্দা মোঃ আবুল বাশার বলেন, কালাবগী ও শেখের টেকে গেলে পর্যটকরা বনের গভীর প্রকৃতি উপভোগ করতে পারবে। এ ছাড়া এই কেন্দ্র দুটিতে পরিবেশ সংরক্ষণের প্রতি গুরুত্ব দিয়ে স্থানীয় সম্প্রদায়ের মৎস্য শিকার ও মধু সংগ্রহের উপর নির্ভরশীলতা কমিয়ে পর্যটন ব্যবসার সুযোগ তৈরি করছে। কয়রা উপজেলার কাটকাটা পর্যটক ব্যবসায়ী রিপন শেখ বলেন, সুন্দরবনের গহীনের শেখের টেক ও কালাবগী ইকো-ট্যুরিজম কেন্দ্র দুটিতে সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকদের জন্য একটি নতুন ও ভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রদান করে। পর্যটকরা বিভিন্ন স্টেশন থেকে পারমিট নিয়ে বনে প্রবেশ করতে পারবেন এবং সেখানকার পরিবেশের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ ইক্যুট্ররিজম কেন্দ্র দুটিতে পর্যটকরা যাতে নিবিঘ্নে চলাচল করতে পারে তার জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে