দিঘলিয়ায় উপজেলা প্রশাসন ও দুর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রতিযোগিতা

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৮ পিএম
দিঘলিয়ায় উপজেলা প্রশাসন ও দুর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রতিযোগিতা

দিঘলিয়ায় উপজেলা প্রশাসন ও দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্ময়ে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা দুর্ণীতি কমিশন, সজেক এর সহকারী পরিচালক রফিকুল ইসলাম, দিঘলিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাতেমা মেমোরিয়ালের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, গাজীরহাট হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, সেনহাটি এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ লষ্করসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, প্রতিযোগী ছাত্র-ছাত্রীবৃন্দ। অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।