চাঁদপুরে মাদক বিরোধী র‌্যালি ও সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২১ পিএম
চাঁদপুরে মাদক বিরোধী র‌্যালি ও সভা

চাঁদপুরের ১২ নং চান্দ্রা ইউনিয়নে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সচেতন নাগরিক সমাজ এর আয়োজনে মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর, আনোয়ার হোসেন সাইদী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শারমিন রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মোঃ বাহার মিয়া, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা এবং মুঃ মিজানুর রহমান, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর।

এডভোকেট মোঃ শাহজাহান খান এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আনোয়ার উল্যাহ পাটোয়ারী। এছাড়াও স্কুল ও মাদ্রাসার শিক্ষক, সর্বস্তরের জনসাধারণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মাদকের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে