টাঙ্গাইলে মাহমুদ নগরে ভোটের মাঠে টুকুর পক্ষে গণজোয়ার

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫০ পিএম
টাঙ্গাইলে মাহমুদ নগরে ভোটের মাঠে টুকুর পক্ষে গণজোয়ার

টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল মাহমুদ নগর ইউনিয়নে গোলচত্বর এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মাহমুদ নগর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের মহিলাদলের আয়োজনে এ  নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ১২ নং মাহমুদনগর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মজিবর রহমান এর সভাপতিত্বে  ও ও দাইন্যা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নাজিম মাহমুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক ও নিপীড়িত নারী শিশু টাঙ্গাইল জেলার সমন্বয়কারী এডভোকেট মমতাজ করিম। উপস্থিত ছিলেন মহিলাদল  নেত্রী শাহনাজ পারভীন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, এলি আক্তার, কোহিনুর বেগম, আশা আক্তার প্রমুখ। বৈঠক শেষে অত্র এলাকা ঘুরে ঘুরে টুকুর জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন নেত্রীরা।

আপনার জেলার সংবাদ পড়তে