কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সোনালী ব্যাংক পিএলসি শাখায় আজ সোমবার সকাল ১১টায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলোচনা সভার সভাপতিত্ব করেন এই ব্যাংকের ম্যানেজার ও এজিএম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মায়মনসিংহ সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার অফিসের সিনিয়র প্রিন্সিপাল আফিসার সুস্থির রঞ্জন সরকার। এ সময় গ্রাহক পক্ষ সেবার মধ্যে আর্থিক খাতের সেবা সমূহ, ডিজিটাল আর্থিক খাত, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক পরিকল্পনা, ঋণ ও বিনিয়োগ,উদ্যোক্তা উন্নয়ন, টেকসই উন্নয়ন সহ বিভিন্ন খাত নিয়ে গ্রাহকদের সাথে আলোচনা করেন। অত্র ব্যাংকের সিনিয়র অফিসার শারমিন সরকার, নূরুল আমিন, আব্দুল্লাহ আল মামুনসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।