চীনের জনপ্রিয় অভিনেতা ইউ মেংলংয়ের আকস্মিক মৃত্যু

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৬ পিএম
চীনের জনপ্রিয় অভিনেতা ইউ মেংলংয়ের আকস্মিক মৃত্যু

চীনের বিনোদন জগতে এক অপ্রত্যাশিত শোকের ঘটনা ঘটেছে। মাত্র ৩৭ বছর বয়সী জনপ্রিয় গায়ক ও অভিনেতা ইউ মেংলং গত বৃহস্পতিবার বেইজিংয়ের এক ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন। তার ব্যবস্থাপনা দলের এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর এক ভবন থেকে পড়ে মারা গেছেন। পুলিশ তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। আমরা আশা করি, তার প্রিয়জনরা তাকে ভালোবাসায় স্মরণ করবেন এবং তিনি শান্তিতে থাকুন।’

স্থানীয় সূত্র অনুযায়ী, মৃত্যুর কয়েকদিন আগে ইউ মেংলং বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। ৯ সেপ্টেম্বর রাতে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে ১১ সেপ্টেম্বর ভোরে তিনি ঘুমাতে যান এবং কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। পরদিন সকালে বন্ধুরা তাকে না পেয়ে বাইরে বের হন। তখনই নীচে তার মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে জানান। পুলিশ নিশ্চিত করেছে, ঘটনার সঙ্গে কোনো অপরাধ জড়িত নয় এবং এটি আত্মহত্যা নয়। তবে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ইউ মেংলং তার অভিনয়জীবনের শুরু করেছিলেন ২০০৭ সালে ‘মাই শো, মাই স্টাইল’ প্রতিযোগিতার মাধ্যমে। ২০১১ সালে ‘দ্য লিটল প্রিন্স’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পেশাদার জীবন শুরু করেন তিনি। এরপর ‘গো প্রিন্সেস গো’, ‘লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি’, ‘ফিউড’ ও ‘ইটারনাল লাভ’-এর মতো জনপ্রিয় চীনা ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া গায়ক হিসেবেও কিছু গান প্রকাশ করেছেন।

ইউ মেংলংয়ের আকস্মিক প্রয়াণে ভক্ত, সহকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা শোক প্রকাশ করছেন। তার অভিনয় ও সঙ্গীতপ্রতিভার স্মৃতি চিরকাল মনে রাখার মতো হয়ে থাকবে।