ছেলেকে ছাড়াতে ব্যক্তিগত উড়োজাহাজের প্রস্তাবও দিয়েছিলেন শাহরুখ খান

এফএনএস বিনোদন | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০১ পিএম
ছেলেকে ছাড়াতে ব্যক্তিগত উড়োজাহাজের প্রস্তাবও দিয়েছিলেন শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল ২০২১ সালের অক্টোবর মাস। সেই সময় মুম্বাইয়ের সমুদ্রতটে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে এনসিবি তাঁর ছেলে আরিয়ান খানকে আটক করে। মাদক মামলার ওই ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। প্রায় তিন সপ্তাহ জেলে কাটানোর পর অবশেষে জামিনে মুক্তি পান আরিয়ান। তবে ছেলেকে মুক্ত করতে তখন শাহরুখ খান মরিয়া হয়ে নানা চেষ্টা চালান, যার পেছনের গল্প সম্প্রতি সামনে এনেছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি।

রিপাবলিক টিভির এক অনুষ্ঠানে রোহতগি জানান, ঘটনাকালীন তিনি যুক্তরাজ্যে ছুটিতে ছিলেন। হঠাৎ শাহরুখ খানের ঘনিষ্ঠ এক ব্যক্তি তাঁকে ফোন দিয়ে অনুরোধ করেন মুম্বাই হাইকোর্টে আরিয়ানের মামলায় লড়ার জন্য। তিনি ছুটি বাদ দিয়ে ফিরতে রাজি হননি। পরে শাহরুখ নিজে ফোন করেন। তখনও রোহতগি অনীহা প্রকাশ করলে শাহরুখ বলেন, “আমি কি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি?”

আইনজীবীর ভাষ্য, শাহরুখ তাঁর স্ত্রীকে আবেগঘন কণ্ঠে বলেছিলেন, “এটা ক্লায়েন্টের মামলা নয়, আমি একজন বাবা।” সেই কথায় প্রভাবিত হয়ে রোহতগির স্ত্রী তাঁকে রাজি করান। শাহরুখ এমনকি তাঁকে আনার জন্য ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহারের প্রস্তাবও দিয়েছিলেন, যদিও তিনি তা নেননি।

মুম্বাই পৌঁছে রোহতগি দেখেন শাহরুখ একই হোটেলে উঠেছেন, যেখানে তিনি সাধারণত থাকেন। মামলার প্রস্তুতিতে শাহরুখ নিজেও সক্রিয় ছিলেন। হাতে লেখা অনেক নোট নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে আলাপ করেন এবং নিজের মতো করে পয়েন্ট তৈরি করে দেন। সবশেষে মুম্বাই হাইকোর্টে লড়াই করে আরিয়ান জামিন পান। মামলার নিষ্পত্তি শেষে রোহতগি আবার ইংল্যান্ডে ফিরে যান।

প্রথমে আরিয়ানের পক্ষে সুশান্ত সিং রাজপুত-সংক্রান্ত মামলার আলোচিত আইনজীবী সতীশ মানেশিন্দে লড়ছিলেন। পরে অমিত দেশাই দায়িত্ব নেন। মামলাটি হাইকোর্টে গেলে মুকুল রোহতগি আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। পরবর্তীতে আরিয়ান পুরোপুরি খালাস পান।

বর্তমানে আরিয়ান খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর ওয়েব সিরিজ **‘দ্য ব্যাডস অব বলিউড’** সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। মাদক বিতর্ক পেছনে ফেলে তিনি এখন নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে