রজনীকান্ত–লোকেশের ‘কুলি’: প্রত্যাশা ছাপিয়ে হতাশা

এফএনএস বিনোদন
| আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০২ পিএম | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০২ পিএম
রজনীকান্ত–লোকেশের ‘কুলি’: প্রত্যাশা ছাপিয়ে হতাশা

দক্ষিণ ভারতীয় সিনেমায় রজনীকান্ত মানেই বিশেষ আয়োজন। তাঁর নতুন ছবি মুক্তি পেলে দর্শক ভিড় জমায় হলে, অফিস-স্কুল ছুটি দিয়ে সিনেমা দেখার উন্মাদনা চলে তামিলনাড়ু জুড়ে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রজনীর সেই জাদু কিছুটা ম্লান হয়ে যাচ্ছিল বলে অনেকে মনে করছিলেন। ২০২৩ সালে *জেলার* দিয়ে আবারও তিনি ভক্ত-সমালোচক সবার মন জয় করেন। এবার ‘কুলি’তে তিনি জুটি বেঁধেছেন আলোচিত নির্মাতা লোকেশ কঙ্গরাজের সঙ্গে। মুক্তির আগেই ছবিটি নিয়ে প্রত্যাশার পারদ চড়ে গিয়েছিল। কিন্তু মুক্তির পর দর্শকের মনে প্রশ্ন—প্রত্যাশা পূরণ হলো তো?

সমালোচকরা বলছেন, দুর্বল চিত্রনাট্য আর অতিরিক্ত টুইস্টের ভিড়ে ছবিটি ভরাডুবি হয়েছে। গল্প শুরু হয় দেবা (রজনীকান্ত) নামের চরিত্রকে ঘিরে, যিনি বন্ধু রাজশেখরের (সত্যরাজ) হত্যার রহস্য উন্মোচনে নামেন। তার সঙ্গে যোগ দেন রাজশেখরের মেয়ে প্রীতি (শ্রুতি হাসান)। কাহিনির অগ্রগতিতে খলনায়ক দয়াল (সৌবিন শাহির) এবং তার কর্তা সাইমনের (নাগার্জুনা) মুখোমুখি হতে হয় দেবাকে।

লোকেশ কঙ্গরাজ এর আগে কাইথি বা বিক্রম-এ যেভাবে দর্শককে চমকে দিয়েছিলেন, এবার ‘কুলি’তে সেই ছন্দ হারিয়েছেন বলে সমালোচনায় উঠে এসেছে। অতিরিক্ত সাবপ্লট ও জটিল টুইস্টে মূল গল্প আড়াল হয়ে গেছে। শ্রুতি হাসানের চরিত্রের অসংলগ্ন উপস্থাপন, পারিবারিক আবেগে টানাপোড়েন কিংবা দেবার অতীত জীবনের নাটকীয়তা দর্শককে আগ্রহী করতে পারেনি। বরং মনে হয়েছে পরিচালক আগের কাজগুলোর কাঠামোই বারবার পুনরাবৃত্তি করেছেন।

তবুও রজনীকান্তের উপস্থিতি ছবিকে আলাদা মাত্রা দিয়েছে। ৭৪ বছর বয়সেও তাঁর ভ্রুকুটি, হাসি আর স্টাইলিশ উপস্থিতি ভক্তদের নাড়িয়ে দিয়েছে। ক্যামেরার কাজ ও অনিরুদ্ধের সঙ্গীত ছবিতে প্রাণ দিয়েছে বটে, তবে প্রত্যাশিত মানে পৌঁছাতে পারেনি। বিশেষ করে আমির খানের হঠাৎ আগমন দর্শকদের বিভ্রান্ত করেছে।

সমালোচকরা বলছেন, লোকেশ কঙ্গরাজ সুপারস্টারের জন্য নতুন কিছু করার চ্যালেঞ্জ নিতে পারেননি। ‘কুলি’ তাই হয়ে উঠেছে রজনী ও লোকেশের ব্যর্থ যুগলবন্দী। ভক্তরা হয়তো রজনীকান্তের নামেই হলে ছুটবেন, কিন্তু সিনেমা হিসেবে এটি যে ততটা জুতসই হয়নি—তা অস্বীকারের সুযোগ নেই। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

আপনার জেলার সংবাদ পড়তে