ব্যাটিং ব্যর্থতায় থেমে গেল বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে ভারত

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৭ এএম
ব্যাটিং ব্যর্থতায় থেমে গেল বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে ভারত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দারুণ সূচনা সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতায় বড় হারে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারত ৪১ রানে জয় পেয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল ঝড়ো সূচনা এনে দেন। পাওয়ার প্লের ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে তোলে ৭২ রান। অভিষেক একাই খেলেন ৩৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস। তবে মাঝপথে রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত চাপের মুখে পড়ে। শেষ পর্যন্ত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৮ রান। বাংলাদেশের হয়ে রিশাদ দুটি এবং মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।

জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬৯ রান। কিন্তু ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম দ্রুত আউট হলে চাপ বাড়ে। পারভেজ ইমন কিছুটা লড়লেও (১৯ বলে ২১), টপ অর্ডারের বাকি ব্যাটাররা একে একে ফেরেন সাজঘরে। তাওহীদ হৃদয় মাত্র ৭, শামীম শূন্য আর অধিনায়ক জাকের আলী রানআউট হয়ে ফেরায় ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে।

একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান সাইফ হাসান। তিন চার ও পাঁচ ছয়ের মারে ৫১ বলে ৬৯ রানের ঝলমলে ইনিংসে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখানোর চেষ্টা করেন তিনি। কিন্তু পর্যাপ্ত সঙ্গ না পাওয়ায় শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয় দল। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন তিন উইকেট, বুমরাহ ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট ভাগ করে নেন।

এই জয়ে ভারত ফাইনালের টিকিট নিশ্চিত করল। অন্যদিকে, বাংলাদেশকে এখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততেই হবে ফাইনালে ওঠার আশায়।