লা লিগায় প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো হলেও গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। একপর্যায়ে গোলরক্ষকের বড় ভুলে পিছিয়েও যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের শিষ্যরা। এই জয়ে শীর্ষে থাকা রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বল দখল ও আক্রমণে প্রভাব বিস্তার করে বার্সেলোনা। প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলের উদ্দেশে ২২টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যভেদী। তবে প্রথম গোলটি আসে প্রতিপক্ষের।
৩৩তম মিনিটে বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার মারাত্মক ভুলে এগিয়ে যায় রেয়াল ওবিয়েদো। দূরপাল্লার উঁচু শটে প্রায় ৪০ গজ দূর থেকে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার আলবের্তো রেইনা। এতে ম্যাচের চিত্র পাল্টে যায় এবং পিছিয়ে পড়ে শিরোপাধারীরা।
তবে বিরতির পর ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। ৫৬তম মিনিটে ফেররান তরেসের প্রচেষ্টা প্রতিপক্ষের ডিফেন্ডারে বাধা পেলে সেই বল ধরে কাছের পোস্ট থেকে জালে পাঠান এরিক গার্সিয়া। গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্লিকের দল।
৬৫তম মিনিটে রাফিনিয়ার পরিবর্তে নামানো হয় অভিজ্ঞ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কিকে। নেমেই দলকে এগিয়ে দেন তিনি। ৭০তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে কাছের পোস্টে চমৎকার হেডে গোল করে বার্সেলোনাকে ২-১ এ এগিয়ে দেন ৩৭ বছর বয়সী এই পোলিশ তারকা।
শেষ মুহূর্তে জয় নিশ্চিত করেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। ৮৮তম মিনিটে মার্কাস র্যাশফোর্ডের কর্নার থেকে তার হেডে ব্যবধান বাড়ে। কিছুক্ষণ পরই গোলরক্ষক হোয়ান গার্সিয়া দারুণ সেভ করে ব্যবধান অটুট রাখেন।
ছয় রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। দুই পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে রেয়াল মাদ্রিদ। শিরোপা লড়াই জমে উঠছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে।