ব্যর্থতার ছাপ মুছে দাপট, বক্স অফিসে রেকর্ড গড়লেন পবন কল্যাণ

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৩ পিএম
ব্যর্থতার ছাপ মুছে দাপট, বক্স অফিসে রেকর্ড গড়লেন পবন কল্যাণ

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় ‘পাওয়ার স্টার’ পবন কল্যাণ গত বছর দর্শকদের হতাশ করেছিলেন ‘হরি হারা বীরা মালু’ সিনেমার মাধ্যমে। ২০২৩ সালের ২৪ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে পবন কল্যাণ নতুন সিনেমা ‘ওজি’ দিয়ে সেই ব্যর্থতার ছাপ মুছে দিয়েছেন। ২৫ সেপ্টেম্বর বিশ্বের সাড়ে চার হাজার পর্দায় মুক্তি পাওয়া এই তেলেগু ভাষার অ্যাকশন-থ্রিলার প্রথম দিনেই বক্স অফিসে দাপট দেখিয়েছে।

সুজিত পরিচালিত ‘ওজি’ সিনেমার প্রথম দিনে দেশীয় বক্স অফিসে আয় হয়েছে ৭০ কোটি রুপি। প্রি-রিলিজ প্রদর্শনের দিনেই সিনেমাটি ২০.২৫ কোটি রুপি আয় করেছিল। ফলে প্রথম দিনেই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৯০.২৫ কোটি রুপিতে। এর সঙ্গে আন্তর্জাতিক আয়ের হিসাব মিলিয়ে প্রথম দিনে বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ১৫০ কোটি রুপির মাইলফলক, যা চলতি বছরের সবচেয়ে বড় উদ্বোধনী রেকর্ড হিসেবে নথিভুক্ত হলো।

পবন কল্যাণের ‘ওজি’ সিনেমা তার আগের ছবি ‘হরি হারা বীরা মালু’-এর ৩৪ কোটি রুপির উদ্বোধনী আয়কে ছাড়িয়ে গেছে। এছাড়া এই সিনেমা রাজনীতির পাশাপাশি অভিনেতার বক্স অফিস দাপটকেও প্রমাণ করেছে। সিনেমার গল্পে দেখা যায় ওজাস গাম্ভীর নামে এক নিষ্ঠুর ডন, যাকে সবাই ‘ওজি’ নামে চেনে, দশ বছর নিখোঁজ থাকার পর মুম্বাই ফিরে এসে প্রতিদ্বন্দ্বী ক্রাইম লর্ড অমি ভাউ-কে (ইমরান হাশমি) প্রতিহত করার চেষ্টা করে। পবন কল্যাণ মূল চরিত্রে অভিনয় করেছেন, আর supporting চরিত্রে আছেন প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাস, প্রকাশ রাজ ও রাও রমেশ।

এ সিনেমা Emraan Hashmi-এর তেলেগু সিনেমায় অভিষেকও হিসেবে বিবেচিত হচ্ছে। সিনেমা মুক্তির পর দর্শকরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন, বিশেষ করে প্রথম দিনের বক্স অফিসের আয় যে তেলেগু সিনেমার চলতি বছরের রেকর্ড ভাঙল, তা নজর কাড়ছে। NDTV-এর সিনেমা সমালোচক সাইবাল চ্যাটার্জি মন্তব্য করেছেন, "পবন কল্যাণ তার চরিত্রে সম্পূর্ণ মনোনিবেশ করেছেন। সিনেমার অ্যারো অনেক, এবং অধিকাংশই যথাযথভাবে লক্ষ্যভেদ করেছে। পবন কল্যাণের ভক্তদের জন্য এটি একদম অভূতপূর্ব অভিজ্ঞতা।"

তেলেগু ভাষার সিনেমা ‘ওজি’-এর প্রথম দিনে অর্জিত এই রেকর্ড ভারতের দক্ষিণী সিনেমার ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে