ভাঙ্গুড়ায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩২ পিএম
ভাঙ্গুড়ায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

পাবনার ভাঙ্গুড়ায় সংসদের উভয় কক্ষে  পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এতে শত শত নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেয়।

পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি  (তরবিয়ত) ও পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনের দলের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগার। 

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব.)  আহমেদ হালিম মজহার নুর,অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু,মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন হাতেমী,উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুস সাদিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা রিদয় প্রমুখ।

সমাবেশ থেকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন,  সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু , লেভেল প্লেয়িং ফিল্ড  নিশ্চিত  করাসহ ৫ দফা দাবি জানায় নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে