সেনবাগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের স্বর্ণপদক প্রদান

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩২ পিএম
সেনবাগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের স্বর্ণপদক প্রদান

নোয়াখালীর সেনবাগের এসএসসি, ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে দুইজনকে স্বর্ণ পদক সহ ৯৮ জন ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সেনবাগ উপজেলা প্রশাসরে সার্বিক তত্ববধানে শনিবার দুপুরে ২০২৫ সালে সেনবাগ উপজেলায় অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৯৮জন কৃতি শিক্ষার্থীবৃন্দ এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সংবর্ধনা প্রদান এবং সর্বোচ্চ গড় নম্বর প্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে " র্স্ণ পদক " প্রদান করা হয়। 

এ উপললেক্ষ সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য নুর আলম ছিদ্দিকের পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও, ফাউন্ডেশন এর উপদেষ্টা মো. আবদুস ছাত্তার,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম,মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিূরুজ্জামান। অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন,বিজবাগ নবকৃঞ্চ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিন উল্লাহ বিএসসি,নবীফুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোরশেদুল ইসলাম,কল্যান্দী ফয়জুল উলুম মাদরাসার সুপার মাওলানা আক্তারুজ্জামার ফয়েজী প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিবৃন্দ জিপিএ ৫ প্রাপ্ত ৯৮ জন কৃতি শিক্ষার্থীকে স্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ এবং গড় নাম্বারের ভিত্তিতে দুইজন শিক্ষার্থীকে স্বর্ণপদক (গোল্ড মেডেল ) প্রদান করে।

আপনার জেলার সংবাদ পড়তে