নোয়াখালীতে সমাজ কল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে সংবর্ধনা

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৩ পিএম
নোয়াখালীতে সমাজ কল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে সংবর্ধনা

জমিদারহাট বেগম নুরুন্নাহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে সংবর্ধনা ও বিদ্যালয় এর  অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষক- কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে । অনুষ্ঠানের উদ্বোধন করেন,খাদ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য ও পুষ্টি সদস্য ডক্টর মোহাম্মদ মোস্তফা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। শনিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর আলম রিয়াজ ও শিক্ষক সোহাগ হোসাইনের সঞ্চালনায় বিশেষ  অতিথির বক্তব্য রাখেন, ঢাকা ফরায়েজী হাসপাতালের পরিচালক ডাক্তার এম মোক্তার হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক শাহজালাল উদ্দিন লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, স্কুলের শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জনি, ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রশীদ,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ও বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য গোলাম কিবরিয়া সোহেল  সহ অনেকেই।

এ সময় স্কুলটিকে কলেজে রুপান্তর করা হবে বলে প্রতিষ্ঠাতা নুরনাহারের কন্যা ডাঃ লুৎফুন নাহার জানান। তিনি বলেন আমার জমানো টাকা ও স্বর্ণালঙ্কার বিক্রি করে চারতলা ভবনের কাজ ধরতে চাই এবং সচিব সহ সবাই তার পাশে থাকার আহ্বান জানান। 

আপনার জেলার সংবাদ পড়তে