ওসমানীতে পানির ট্যাংকির ঢালাই ভেঙে আউটসোর্সিং কর্মীর মৃত্যু

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) :
| আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩২ পিএম | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩২ পিএম
ওসমানীতে পানির ট্যাংকির ঢালাই ভেঙে আউটসোর্সিং কর্মীর মৃত্যু

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পানির ট্যাংকির ঢালাই খসে পড়ে ৩৫ নং ওয়ার্ডের এক আউটসোর্সিং কর্মী নিহত হয়েছেন। নিহত সুমন আহমেদ হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নাইট ডিউটি শেষে চা খেতে পিডব্লিউডি ভবনের পাশে একটি টং দোকানে গেলে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ পিলারের ঢালাই ভেঙে তার ওপর পড়ে, ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর ক্ষুব্ধ সহকর্মীরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করে এবং হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের অবকাঠামো ঝুঁকিপূর্ণ হলেও কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নেয়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে