চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১অক্টবর) সকাল সাড়ে ১২টার দিকে উপজেলা মিনি কনফারেন্স হলরুমে ভুমি সেবা সহজিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জমি নিবন্ধন, নামজারি, খাজনা প্রদান ও সায়রাত মহল সংক্রান্ত আলোচনা করেন, নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমী) সুলতানা রাজিয়া ও সার্ভেয়ার লেমন কায়সার।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াকুব আলী, নাচোল পৌর আমীর মনিরুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি আমিনুল ইসলাম, গণমাধ্যম কর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।