জাকির পার্টির সেচ্ছাসেবক ফ্রন্ট ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আমীর হামজা বলেছেন,যারা মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায় সেদিকে খেয়াল রাখতে হবে। বুধবার দুপুরে কিশোরগঞ্জ আখরাবাজার ব্রীজ সংলগ্ন বিজয় চত্বরে জাকের পার্টির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমাদের দল প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি পরাশক্তি রক্তক্ষয়ী অবস্থা সৃষ্টি করতে চায়। পরাশক্তি আর দেশের রাজনৈতিক দলের ছত্রছায়ায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধুলিস্বাত করার জন্য পর্দার অন্তরালে কাজ করছে। তাই আমাদের চেয়ারম্যান কিছুদিন আগে বলেছিলেন শকুনের চোখ বাংলাদেশের দিকে এবং পরাশক্তিগুলো দেশের অভ্যন্তরে রাজনৈতিকদলের ছত্রছায়ায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন,ইসলামী শরিয়ত মোতাবেক জাকের মঞ্জিলে ওরস পালন করা হয়। এখানে কেহ মাদক খায় না,জিকির আজকার করে, কুরআনের তেলাওয়াত করে, ইবাদত বন্দেগী করা হয়। এখন অনেকেই চেনেন নাই তাই তারা জাকের পার্টিকে নিয়ে সমালোচনা করে বলে তারা ওরশের নামে নাচানাচি করে। আমরা বলি কেউ যেনো মাজার ভাংচুর না করে সেই দিকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
জাকের পার্টির চেয়ারম্যান মস্তোফা আমীর ফয়সালের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতায় কিশোরগঞ্জে জাকের পার্টি মূলদল ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ইউনিয়ন, পৌর এবং ওয়ার্ড ভিত্তিক জনসভার আয়োজন ও র্যালি বের করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাকির পার্টির কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি আবু বকর।
বক্তব্য রাখেন, জাকের পার্টির কিশোরগঞ্জ জেলার সভাপতি আব্দুল হাকিম, দক্ষিণের সভানেত্রী আসমা ,উত্তরের সভানেত্রী মদীনা, জাকির পার্টির সেচ্ছাসেবক ফ্রন্ট কিশোরগঞ্জ শাখার সভাপতি বাবুল মিয়া, মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি শাহীন মিয়া।
এ সময় জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।