নাটোরের সিংড়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বুধবার পৌর শহরের দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে এই চিকিৎসা সেবার আয়োজন করে মন্দির কমিটি। দিনব্যাপি ফ্রি মেডিক্যাম্পে দুই হাজার দুঃস্থ ও অসহায় রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি দুই লাখ টাকার ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে ডা. শান্তনু কুমার সাহা ও ডা. সোহেল উদ্দিন সহ আট জন মেডিসিন ও নিউরো, চর্ম, যৌন সহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা প্রদান করেন। এসময় মন্দির কমিটির সভাপতি শিব শংকর দত্ত, সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগতা ডা. শান্তনু কুমার সাহা বলেন, প্রতি বছর দূর্গা পূজায় অসহায় মানুষের জন্য তারা এই ব্যতিক্রম আয়োজন করে থাকেন। এখানে ফ্রি চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।