বাউফলে জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের গণসংযোগ

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ০৭:১১ পিএম
বাউফলে জামায়াত নেতা  ড. শফিকুল ইসলাম মাসুদের গণসংযোগ

বাউফলের দাসপাড়ায ইউনিয়নের বিভিন্ন  জায়গাশ গণসংযোগ ও পূজা মন্ডপ  পরিদর্শন করেছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। 

বুধবার. সকাল ৯ টায়  মদনপুরে ৯ নং ওয়ার্ড জামাতের অফিস   উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ সংযোগ করে  রাত ৯টায় কেন্দ্রীয়  বাউফল কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সকাল ১০টায় দাসপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চানু মেম্বার বাড়িতে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয়  নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ  বলেন, ''দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া কোন উপায় নেই। অতএব শান্তি প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। পিআর পদ্ধতিতে ভোট হলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে।''এর পরে  তিনি সোনাবোরু বাজার, কাজলা চৌমুহনি বাজার, বড়ো চৌমহনি বাজার, দাসপাড়া বোর্ড অফিসে  গণসংযোগ করেন ।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদ  হাসান, বাউফল উপজেলা সভাপতি  মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি লিমন হোসেন, শিবির নেতা দেলোয়ার হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজলসহ  কয়েকজন গণমাধ্যম কর্মী।