রোববার সকাল ১১টা ভালুকায় উপজেলার জামিরদিয়ায় ওরিয়ন নীট টেক্সটাইল লিঃ ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ এবং চাকুরী স্থায়ী করনের দাবীতে মহাসড়কের আইডিয়াল মোড় নামক স্থানে বিক্ষোভ মিছিল ও ফ্যাক্টরীর সামনে সমাবেশ করেছে। খবর পেয়ে সেনাবাহিনী,পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
শ্রমিকরা জানান,২০২৪ সালের ৫ আগষ্টের পর ফ্যাক্টরীর মালিকানা পরিবর্তন হয়। নতুন মালিক আসার পর ফ্যাক্টরীতে কাজের অর্ডার কমতে শুরু করে। গত কয়েক মাস ধরে ফ্যাক্টরীতে কাজের কোন অর্ডার নেই। মালিক পক্ষ কাজের কোন অর্ডার আনার চেষ্টা করেনি। শ্রমিকদের অশংকা তাদেরকে চাকুরীচ্যুত করা হতে পারে। এছাড়াও গত দুই মাসের বেতন ভাতা বকেয়া পড়েছে। তাই বাদ্য হয়ে তারা বকেয়া বেতন পরিশোধ ও চাকুরী স্থায়ীকরনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আগামী ৮ অক্টোবরের মধ্যে বকেয়া বেতন এবং চাকুরীর নিশ্চয়তা না দিলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষনা দেন তারা।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের বেতনের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।