মণিরামপুরে বিএনপি নেতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক বিবৃতি

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৯ এএম
মণিরামপুরে বিএনপি নেতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক বিবৃতি

মণিরামপুর পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকবর আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী---রাজেউন)। দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগে শনিবার সকাল সাতটার দিকে বিজয়রামপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। 

শনিবার জোহর বাদ মণিরামপুর মহিলা মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী এবং তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, ব্যবসায়ীক সংগঠনের নেতাকর্মীরা। 



আপনার জেলার সংবাদ পড়তে