পাবনার চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি’ এ প্রতিপাদ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মাহমুদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,অভিভাবক আমেনা খাতুন,শিশু শিক্ষার্থী রত্না খাতুন প্রমুখ।