মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান রয়েছে। গত তিন দিনে (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশের যৌথ উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আনুমানিক ১৩ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। পরবর্তীতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
অভিযানে চারজন জেলেকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন মো. মোস্তাকিম (২০), মো. দেলোয়ার (৫৪), আল আমিন (৩০), ও আলী আকবর (৪০)।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই পদ্মা নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, “ইলিশ সম্পদ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এদিকে অভিযানের ফলে নদী এলাকায় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।