বরিশালের মেহেন্দীগঞ্জে ভাড়া বাসা থেকে আঁখিমনি (২৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ভংগা গ্রামের গাবতলী বাজার এলাকার একটি বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। এক সন্তানের জননী আঁখিমনি ভংগা গ্রামের আশ্রাব আলী ব্যাপারীর মেয়ে এবং একই এলাকার আরিফ হোসেনের স্ত্রী। তিনি গাবতলী বাজারে বিউটি পার্লার এর ব্যবসা করতেন বলে জানান পরিবারের সদস্যরা।
গৃহবধূর ভাই মাইদুল ইসলাম ব্যাপারী জানান, প্রায় ১৩ বছর আগে আরিফ হোসেনের সঙ্গে তার বোন আখিমনির বিয়ে হয়। আরিফ ঢাকায় একটি কোম্পানীতে চাকুরি করেন এবং আখিমনি গ্রামে বিউটি পার্লার চালাতো। তাদের ১১ বছরের ছেলে আরিয়ান স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। শুক্রবার ছুটির দিনে আরিয়ান তার মায়ের কাছে আসে। রাতে খাওয়ার পরে মা ও ছেলে দুই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শনিবার ভোরে আরিয়ান তার মায়ের কক্ষে গিয়ে আখিমনিকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার দেন। পরে পার্শ্ববর্তী লোকজন কাজিরহাট থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
মাইদুল ইসলাম আরও বলেন, আখিমনির সঙ্গে তার স্বামীর অনেক ভালো সম্পর্ক ছিলো। কোন ঝগড়া কথা শোনা যায়নি। আখিমনি কেন এমন করলো তা বোঝা যাচ্ছে না।
কাজিরহাট থানার পরিদর্শক (তদন্ত) দীপংকর বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।