মুক্তাগাছায় মহিলা দলের কর্মী সম্মেলন ও সভা

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৩:১৪ পিএম
মুক্তাগাছায় মহিলা দলের কর্মী সম্মেলন ও সভা

মুক্তাগাছা উপজেলার ৪নং কুমারগাতা ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মনতলা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মো: জাকির হোসেন বাবলু। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন পারভীন। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন  য়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমীন রিতা, মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, সিনিয়ার যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী আজিজা রহমান। যৌথভাবে সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম ও সাংগঠনিক সম্পাদক ফাতেমা সিদ্দিকা। সম্মেলনে মহিলা দলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। এ দিকে ঐদিন সকালে ৯নং ওয়ার্ড পৌর মহিলা দলের মতবিনিময় সভা নন্দীবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছা পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো: শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জ্মান খান সাইফুল, সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী টুটুল। সভায় সভাপতিত্ব করেন পৌর মহিলা দলের সভানেত্রী আসমা আক্তার।

আপনার জেলার সংবাদ পড়তে