নীলফামারীতে তারুণ্যের উৎসব উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষ্যে ১৫ অক্টোবর নীলফামারী ক্যাডেট একাডেমিতে এক সভার আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এটির আয়োজন করে।
তরুণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রীণ স্কুল ক্যাম্পেইন,চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিদ্যালয়ের খেলার মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা,সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সামাজিক বন বিভাগ, নীলফামারী এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নীলফামারী এর প্রতিনিধি ও নীলফামারী ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ মোঃ জোবায়ের হাসান সুজন ।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা বিষয়ক র্যালির আয়োজন করা হয়। গ্রীন ক্যাম্পেইন এর অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয় । বৃক্ষরোপণ শেষে আলোচনা সভায় সামাজিক বন বিভাগ, নীলফামারী এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন বক্তব্য রাখেন। এ সময় তরুনদের মাঝে প্লাস্টিক দূষণ এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ও পরিবেশ সুরক্ষায় করণীয় বিষয়ে আলোকপাত করা হয় । পরিশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।