কটিয়াদীতে ইভটিজিং থেকে রক্ষার জন্য ইউএনওর নিকট মাদ্রাসা ছাত্রীর আবেদন

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০৪:৩৪ পিএম
কটিয়াদীতে ইভটিজিং থেকে রক্ষার জন্য ইউএনওর নিকট মাদ্রাসা ছাত্রীর আবেদন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইভটিজিং থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন দিয়েছেন মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি উপজেলার জালালপুর ইউনিয়নের পূর্ব ফেকামারা গ্রামে। প্রতিবেশী মোঃ শাহ আলমের ছেলে মোঃ কাউছারের বিরুদ্ধে তিনি এ অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসায় আসা যাওয়ার সময় অভিযুক্ত যুবক রাস্তায় তাকে বাজে অঙ্গভঙ্গিসহ নানা ভাবে উত্যক্ত করে। তাছাড়া অসৎ উদ্দেশ্যে রাত ১০-১১টার পর বাড়িতে গিয়ে ডাকা ডাকি ও জোরপূর্বক ঘরে প্রবেশের চেষ্টা করে। রোববার বিকালে জোরপূর্বক তুলে নেয়ার জন্য তার ঘরে গিয়ে তাকে টানা হেচড়া করে। বাধা দেয়ায় প্রতিবন্ধি বাবাকে মারধর করে। এতে ভূক্তভোগী ছাত্রীর পিতা আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়। এ ঘটনায় আইনের আশ্রয় নিলে হত্যার হুমকিও প্রদান করে অভিযুক্ত যুবক। 

ভূক্তভোগী ছাত্রী জানায় তার ভয়ে এখন বাড়ি যেতে পারছে না। তিন দিন যাবত বাবার সাথে হাসপাতালে রয়েছে। বাড়িতে নিরাপদ যাতায়াতের ব্যবস্থাসহ ইভটিজিং এর হাত থেকে রক্ষার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর মঙ্গলবার একটি লিখিত আবেদন দিয়েছি। 

জালালপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল আলম বলেন, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে গালিগালাজ ও মারধরের ঘটনা ঘটে। উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা চলছে। আবাসিক মডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ঈশা খান জানান, মারধরে আহত হানিফাকে চিকিৎসা দেয়া হচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম বলেন, একটি আবেদন পেয়েছি এবং তৎক্ষনাৎ এসি ল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু অভিযুক্তকে পাওয়া যায়নি। তবে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবগত করানো হয়েছে। ভূক্তভোগীকে আমার মোবাইল ফোন নাম্বার দেয়া হয়েছে। যখন যেখানে সে উত্যক্ত বা বিরক্ত করবে সেখান থেকেই যেন ফোনে জানায়। তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

আপনার জেলার সংবাদ পড়তে