ভালুকায় শ্রমিদলের কর্মী সমাবেশ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০৪:০১ পিএম
ভালুকায় শ্রমিদলের কর্মী সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর মেরামতে ৩১ দফা সাধারন মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীকে ঘরে ঘরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম। 

শুক্রবার সন্ধায় ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন কোন চাঁদাবাজ,সন্ত্রাসী ও মাদক সেবীর স্থান বিএনপিতে নেই। বিএনপির রাজনীতি করতে হলে প্রথমে নেতাকর্মীদেরকে শুদ্ধ হতে হবে। বিএনপি হলো গনমানুষের দল। নেতাকর্মীর ভাল আচারনে মানুষ যেন বুঝতে পারে এই লোকটা বিএনপি করে। কেহ যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন অন্যায় কাজ করে তাকে ধরে পুলিশে দেয়ার নিদের্শ দিয়েছেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ ,মজিবুর রহমান মজু ও রুহুল আমীন রহুল, শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহা,সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ সুজন প্রমুখ। সমাবেশ বিকাল ৫টা থেকে শুরু হয়ে শেষ হয় রাত ৮টায়।

আপনার জেলার সংবাদ পড়তে