শেরপুরে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পরপরই আশা আক্তার (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ ও হাসপাতাল অবরুদ্ধ করে। তবে, সুস্থ আছে নবজাতকটি। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা শহরের নারায়নপুর এলাকার বেসরকারী এভারকেয়ার হাসপাতালে। আশা আক্তার শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকার জাহিদ হোসেনের স্ত্রী।
নিহত নারীর স্বজনরা জানান, শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে ডা. লুৎফর রহমান আশা আক্তার নামের ওই নারীর সিজার করেন। এসময় নবজাতকটি সুস্থ অবস্থায় হলেও অসুস্থ হয়ে পড়ে মা আশা বেগম। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই আশা আক্তারের স্বজন ও এলাকার লোকজন এসে হাসপাতালের সামনে বিক্ষোভ করে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, জুবাইদুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা কি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।