বাবুগঞ্জে যুবদল যুগ্ম-আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ০৩:২২ পিএম
বাবুগঞ্জে যুবদল যুগ্ম-আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার অধীনস্থ কেদারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল হালিম-এর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রকিবুল হাসান খান রাকিব স্বাক্ষরিত এ নোটিশে উল্লেখ করা হয়, আব্দুল হালিম দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় রয়েছেন এবং দলীয় নির্দেশনা অমান্য করেছেন। কেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না-সে বিষয়ে তাকে ৩ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব প্রদান না করলে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব জানায়, দলের শৃঙ্খলা রক্ষায় কাউকেই ছাড় দেওয়া হবে না। বাবুগঞ্জ উপজেলা যুবদল বর্তমানে সাংগঠনিক তৎপরতা জোরদারে কাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে