চাটমোহর বিদ্যালয়ে গাছ কর্তনের অভিযোগ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪, ০২:৩১ এএম
চাটমোহর বিদ্যালয়ে গাছ কর্তনের অভিযোগ

চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকারি অনুমোদন ছাড়াই ম্যানেজিং কমিটির দু’একজন সদস্যের যোগসাজসে গাছ ও গাছের মোটা মোটা ডাল কর্তন করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলেও প্রধান শিক্ষক ব্যাংক হিসেব পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্পৃক্ত না করে শিক্ষকদের ভাতা নগদ টাকায় প্রদান করা হয়েছে। আদায়কৃত ও আয়ের টাকা ব্যাংকে জমা না দিয়ে প্রধান শিক্ষক স্বেচ্ছাচারিতার মাধ্যমে নগদ টাকা হাতে রেখে সমস্ত কার্যক্রম পরিচালনা করছেন বলেও অভিযোগ।  অভিযোগে জানা গেছে,প্রধান শিক্ষক আব্দুর রব মিঞা কোন নিয়মের তোয়াক্কা না করে ম্যানেজিং কমিটির দু’একজন সদস্যের যোগসাজসে বিদ্যালয় চত্বরে থাকা মেহগণি গাছ ও গাছের মোটা মোটা ডাল কেটে বিক্রি করে দিয়েছেন। এজন্য কোন নিলাম ডাকের আয়োজন করা হয়নি।  এ বিষয়ে প্রধান শিক্ষক আঃ রব মিঞা বলেন,স্কুলটিকে ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করছি। পরিস্কার করার জন্যই গাছের ডাল কাটা হয়েছে। কোন গাছ কাটা হয়নি। তাছাড়া মেহগণির ফল নিচে পড়ে শিক্ষার্থীরা আহত হতে পারে,তাই সেগুলেঅ অপসারণ করা হয়েছে। ইউএনও স্যার বিষয়টি জানেন। তিনি বলেন জটিলতা এড়াতে ব্যাংক অপরেটর পরিবর্তন করা হয়নি। অনেক স্কুলেই এটা পরিবর্তন করা হয়নি।  এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন,গাছ বা গাছের ডাল কাটার বিষয়টি আমার জানা নেই। আমি অবশ্যই স্কুলে গিয়ে এটা দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। 

আপনার জেলার সংবাদ পড়তে