বাংলাদেশ পুলিশ বাহিনীর ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (কমান্ডেন্ট) রুমানা আক্তার পিপিএম। আজ বুধবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় তিনি জামালপুর পুলিশ ক্যাম্পে পৌঁছেন। পরবর্তী সময়ে তিনি ক্যাম্পের বিভিন্ন কক্ষসমূহ ঘুরে দেখেন এবং ক্যাম্প দায়িত্বপালনরত পুলিশের অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার নদী বেষ্টিত অপরাধ প্রবন এলাকা গুয়াগাছিয়া একাধিক নৌডাকাত ও চাঁদাবাজ চক্রের সদস্যদের প্রতিরোধ ও ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চলতি বছর ২২ আগস্ট গজারিয়ার জামালপুর গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। ক্যাম্প স্থাপনের মাত্র তিনদিন পর ২৫ আগস্ট সন্ধ্যায় ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় নয়ন-পিয়াস বাহিনীর সদস্যরা। দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এ ঘটনায় এখন পর্যন্ত নয়নের বড়ভাই রিপনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্ত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরো জানা গেছে, জামালপুর পুলিশ ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যদের দিকনির্দেশনা ও মনোবল বৃদ্ধি করার জন্য অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এই ক্যাম্প পরিদর্শন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন আর আর এফ এর ডেপুটি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ ইমামুল হক সাগর, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশিদ, গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ ও পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম প্রমুখ।