কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ খুর্শিদ মিয়া ১৯৯১ সালের ০৫ ডিসেম্বরে উপসহকারী ভূমি কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তার চাকুরীর প্রায় ৩৬ বছর পার করে ফেলেছেন। কিন্তু বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে নিষ্ঠার সাথে চাকুরী করার ফলে এলাকার বিভিন্ন লোকজন তার কাছের জন্য ভূয়সী প্রশংসা করে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার দুপুরে একান্ত সাক্ষাতে তিনি সংবাদ কর্মীদের বলেন সরকার তাকে জনগনের সেবা করার জন্য পাঠিয়েছেন। একি সঙ্গে তিনি যেসব ইউনিয়নে ভূমি অফিসে সরকারি খাজনা শতভাগ প্রতি অর্থ বছরে আদায় করছেন। তিনি বলেন, ২০২৭ সালে তার চাকুরী থেকে অবসর নিবেন। এর আগে ও পূর্বে সরকারি রাজস্ব আদায় জনগন থেকে শতভাগ নিচ্ছেন। তিনি আরো বলেন, ভূমি সম্পর্কে যারা খারিজের জন্য আবেদন করেন সঠিক কাগজপত্র থাকলে ৭ কার্য দিবসের মধ্যে সরকারি কমিশনার ভূমির নিকট অনলাইনে রিপোর্ট পাঠিয়ে দেন। সেখানে সহকারী কমিশনার ভূমি যাচাই বাছাই করে গ্রাহকদের জমি অথবা বাড়ির খারিজ করে দেন বলে উল্লেখ করেন।