নোয়াখালীতে অভিনব কায়দায় ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:৫৩ পিএম
নোয়াখালীতে অভিনব কায়দায় ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নোয়াখালীর বেগমগঞ্জে অভিনব কায়দায় ডাকাতি করে স্বর্ণালংকার নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে  উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের স্থানীয় মেম্বার কমলের বাড়িতে। পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় মেম্বার কামরুল হাসান কমলের পাকঘরের  জানালা খুলে খাবারের সাথে চেতনা নাশক ঔষুধ মিশিয়ে দেওয়া হয়। 

রাতে পরিবারের লোকজন খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। এই সুযোগে ডাকাত দল ঘরের গ্রিল ভেঙে ভেতরে ঢ়ুকে প্রথমে  ঘরে থাকা সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে। স্টিলের আলমারি, ওয়ারড্রব ভেঙে স্বর্ণালংকার নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

একই সাথে পাশের ঘরে  কমলের চাচা শাহজাহানের ঘরের দড়জা ভেঙে ভেতরে ঢ়ুকে চেতনা নাশক স্প্রে করে নগদ টাকা ও কয়েক ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এই সময় ওই ঘরে দ্বারা ব্যাপক ভাঙচুর চালায়। খুরশিদ আলমের ঘরের জানালা খুলে চেতনা নাশক স্প্রে করা হলেও ওই ঘরে আর ঢ়ুকতে পারেনি সঙ্ঘবদ্ধ চক্রটি। 

ভোর হলেও কেউ ঘর থেকে বের না হওয়ায় বাড়ির অন্যান্য লোকজন ডাকা-ডাকি করলে কোন সাড়া- শব্দ না পেয়ে ঘরে ঢ়ুকে দেখে সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। 

 ইউপি সদস্য কমল জানান, তিনি বাড়িতে ছিলেন না। বাচ্চা অসুস্থ থাকায় তাকে নিয়ে হসপিটালে ছিলেন। তিনি মেম্বার হওয়ার পর থেকে এলাকায় মাদক কারবার এবং যারা অসামাজিক কার্যকলাপ করে তাদের বিরুদ্ধে যুব সমাজ নিয়ে কাজ করে থাকেন। এতে করে একটি অসাধুচক্র তার প্রতি ক্ষুব্ধ।  খবর পেয়ে এসে তার মা, রোকেয়া বেগম (৭০), ভাবি শাহনাজ সুলতানা শোভা(৩০),ভাইয়ের মেয়ে রাদিয়া(৫) ও রাইয়ান (৭) সহ দশ জনকে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

বেগমগঞ্জ মডেল থানার অফিসের ইনচার্জ লিটন দেওয়ান জানান, এই চক্রটিকে ধরতে পুলিশ জোরালোভাবে কাজ করছে। অচিরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে