চাটমোহরে তারেক রহমান ফুটবল টুর্ণামেন্ট

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০৬:৫৩ পিএম
চাটমোহরে তারেক রহমান ফুটবল টুর্ণামেন্ট

পাবনার চাটমোহরে অনুষ্ঠিত তারেক রহমান ফুটবল টুর্ণামেন্টে পৌরসভার ২নং ও ৯নং ওয়ার্ডকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় উভয় নির্ধারিত সময় দল ০-০ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে নির্ধারিত গোল সমান সমান হয়। এরপর ২নং ওয়ার্ড ১ গোল বেশি দিলে ৯নং ওয়ার্ড তা মেনে না নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। আযৈাজক কমিটি বিশৃঙ্খল পরিবেশ শান্ত করতেই দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষনা করে। স্থানীয় সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে শুক্রবার বিকেলে ফাইনাল খেলা অনুষি।ঠত হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা। এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মওলা,ক্রীড়াবিদ আশরাফুল ইসলাম হেলাল,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিব,পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন,ছাত্রদল নেতা মাসুম আকাশ,ক্রীড়াবিদ আব্দুস সালাম সরকার,আব্দুল বারী গুরু,ডাঃ জিল্লুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

“মাদকমুক্ত দেশ গড়তে,ক্রীড়া হোক অনুপ্রেরণা” এ শ্লোগান নিয়ে চাটমোহর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠণসমূহ এই টুর্ণামেন্টের আয়োজন করে। গত ১৭ অক্টোবর বিকেলে বালুচর খেলার মাঠে এই টুণামেন্ট উদ্বোধন করাু হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় মাদকবিরোধি শপথ ও গ্রুপ লটারি। ছিলো বর্নাঢ্য র‌্যালী। 

এই টুর্ণামেন্টের উদ্যোক্তা ও চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন,এই টুর্ণামেন্টের উদ্দেশ্য তরুণ সমাজকে ক্রীড়ার মাধ্যমে ঐক্যবদ্ধ করা,শারীরিক ও মানসিক  বিকাশ ঘটানো এবং মাদক ও অন্যায় থেকে দূরে রাখার অনুপ্রেরণা দেওয়া।

টুর্ণামেন্টে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি দল অংশগ্রহণ করে। পৌরসভার ২ নং ওয়ার্ড ১নং ওয়ার্ডকে এবং ৯ নং ওয়ার্ড ৪নং ওয়ার্ডকে পরাজিত করে ফাইনালে ওঠে। 

আপনার জেলার সংবাদ পড়তে