কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:০৩ পিএম
কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে মোছাঃ মারিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর পাইকসা গ্রামের আবুল কালামের মেয়ে। ঘটনাটি শুক্রবার দুপুরে বাড়ির পাশে বালুর টেকে খেলতে গিয়ে ঘটে। 

জানা যায়, বাড়ির পাশে জমি থেকে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় মারিয়া। দীর্ঘ সময় তাকে না পেয়ে খোঁজাখোঁজি করে গর্তের পানিতে পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ডাঃ মজিবুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আরো আগেই তার মৃত্যু  হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে