নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ৫৭ শতাংশ জমি অবৈধ দখলদার থেকে উদ্ধার করেছে ভূমি অফিস। কলা মৌলভি নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিল। এবস্থায় হঠাৎ করেই তিনি সরকারের অনুমতি ব্যতীত জায়গাটির উপর একটি মাদ্রাসা নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপনের চেষ্টা করেন। জমিটির দখল ছাড়ার জন্য অবৈধভাবে দখলকৃতদের অনেকবার বলার পরেও তারা সম্প্রতি রাতের অন্ধকারে সেখানে মাদ্রাসা নির্মাণের কাজ শুরু করেন। জানতে পেয়ে জনগুরুত্বপূর্ণ ও সরকারি স্বার্থ ক্ষুন্নের এ বিষয়টি স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের নির্দেশনায় ৩০সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: নাবিলা ফেরদৌস নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অভিযান পরিচালনা করে ওই ৫৭ শতাংশ জমি উদ্ধার করেন। একই সাথে তিনি নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক উদ্ধারকৃত জমিতে একটি স্থায়ী সাইনবোর্ড স্থাপন করেন। সহকারী কমিশনার (ভূমি) মোছা: নাবিলা ফেরদৌস বেদখলকৃত ৫৭ শতাংশ সরকাারি জমি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। সরকারি স্বার্থ রক্ষায় এ ধরনের কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।