পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে শিম বিক্রি হচ্ছে। আর শিমের বর্তমান এ বাজারে ১ কেজি শিমের দামে ২কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে।
জানা যায়, উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতি কেজি মৌসুমী শিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দরে। অথচ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০টাকা দরে। এ হিসাবে ১কেজি শিমের দামে ২কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে। সুজানগর পৌর বাজারের চাল ব্যবসায়ী বিশু সাহা বলেন বর্তমানে হাট-বাজারে চালের বাজার বেশ চড়া। কিন্তু তার পরও হাট-বাজারে চালের চেয়ে শিমের দাম আরও চড়া। বর্তমান বাজার মূল্যে ১কেজি শিমের দামে ২কেজি চাল পাওয়া যাচ্ছে। উপজেলার মানিকহাট গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম বলেন বর্তমানে চালের বাজার চড়া হলেও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। কিন্তু প্রতি কেজি শিমের দাম ৯০ থেকে ১০০টাকা হওয়ায় নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব হচ্ছেনা। এমনকি শিমের বর্তমান বাজারে সচ্ছল পরিবারের লোকজনও তা কিনতে হিমশিম খাচ্ছেন বলে ভুক্তভোগী ক্রেতারা জানান।