"মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি" এই স্লোগান সামনে রেখে রাজশাহী চারঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চারঘাট ও গোপালপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বাবুপাড়া ইয়াজদানির মোড়ে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় শত শত মানুষ এই মানববন্ধনে দাঁড়িয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন- চারঘাট পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁন মিয়া, সাবেক কাউন্সিলর আজাদ ইসলাম, চারঘাট কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি প্রবীর কুমার তরফদার। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গোপালপুর-বাবুপাড়া গ্রামের রাজীব নামের স্থানীয় বাসিন্দা ও তার স্ত্রী ভুনি বেগম এবং দুই সহযোগী সাব্বির ও কাদের দীর্ঘদিন যাবত প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছে। নিজ বাড়িতে প্রকাশ্যে মাদক বিক্রি করছে। মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে স্থানীয় বখাটেরা চুরি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এ অবস্থায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে এলাকায় বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।