বিকেলে হুমকি, রাতের মধ্যে মন্দিরসহ প্রতিমা গায়েব

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:৫৪ পিএম
বিকেলে হুমকি, রাতের মধ্যে মন্দিরসহ প্রতিমা গায়েব

বিকেলে হুমকি দিয়ে রাতের মধ্যে মন্দিরসহ প্রতিমা গায়েব করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে রাধা-গোবিন্দ ও কালী মন্দিরে পূজার্চনা করতে গিয়ে দেখতে পান মন্দিরের ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী পৌর এলাকার সুন্দরী মহল্লায়।

সোমবার দুপুরে ওই গ্রামের সরস্বতী দাস বলেন, আমাদের জমির ওপর রাধা-গোবিন্দ ও কালী মন্দির স্থাপন করে পূজার্চনা করে আসছিলাম। দীর্ঘদিন যাবত ওই জমির ওপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু মোস্তফা মুন্সী গংদের। জমি দখলের জন্য ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দিয়েও মোস্তফা গংরা জমি দখলে ব্যর্থ হয়। তিনি আরো বলেন-রোববার (২৬ অক্টোবর) বিকেলে মন্দিরে পূজার্চনা করতে গেলে মোস্তফার স্ত্রী ও তাদের ভাড়াটিয়া লোকজনে বাঁধা প্রদান করে। এসময় তাকেসহ মন্দির উৎখাতের জন্য হুমকি প্রদর্শন করা হয়। সরস্বতী দাস আরও বলেন, সোমবার সকালে মন্দিরে পূজা করতে গিয়ে দেখতে পাই ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে। 

মন্দির কমিটির সভাপতি অনুপ দাস অভিযোগ করে বলেন, ধারণা করা হচ্ছে বিকেলে যারা মন্দিরে পূজার্চনা করতে বাঁধা প্রদান করে হুমকি দিয়েছে, তারাই রাতের আঁধারে জমি দখলের জন্য মন্দিরসহ প্রতিমা গায়েব করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে মোস্তফা মুন্সীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।