হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২৪ ঘন্টায় ৯ টি স্বাভাবিক প্রসব

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:৩৮ পিএম
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২৪ ঘন্টায় ৯ টি স্বাভাবিক প্রসব

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ২৪ ঘন্টায় দুইটি জমজ সন্তানসহ ৯টি স্বাভাবিক প্রসব হয়েছে। সোমবার এইসব প্রসবের ঘটনা ঘটেছে। প্রসবকৃত সন্তানদের মধ্যে চার জন ছেলে ও পাঁচজন কন্যা।  প্রসূতি ও প্রসবকৃত নব জাতক সকালে সুস্থ আছে। প্রসূতদের মধ্যে ছয়জন হাটহাজারী উপজেলার অন্যদুই জন পার্শ্ববর্তী উপজেলার। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কান্তি মজুমদার জানান, সোমবার ২৪ ঘন্টায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৮ প্রসূতি ৯সন্তান স্বাভাবিক প্রসব করেছে এদের মধ্যে একজন  জমজ সন্তান প্রসব করেছে। এসব প্রসূতিদের মধ্যে ৬ জন হাটহাজারী উপজেলার, ২জন পার্শ্ববর্তী উপজেলার। বর্তমানে প্রসূতি ও নব জাতক সুস্থ আছে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও স্টাফদের আন্তরিক সেবার কারনে এই স্বাভাবিক প্রসব সম্ভব হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নাগরিকদের সেবা প্রদানে আন্তরিক ভাবে কাজ করছে। সেবা দানের জন্য তিনি  সর্বমহলের সহযোগীতা কামনা করেছেন।

তাছাড়া গত ১৭ অক্টোবর ৬টি,   ১১ অক্টোবর ৫টি এবং গত ৪ অক্টোবর ২৪ ঘন্টায় ৮টি স্বাভাবিক প্রসব হয়েছে। বিগত ২৫ দিনে এই স্বাস্থ্য কমপ্লেক্সে একটি জমজ সন্তানসহ  ২৭ টি স্বাভাবিক প্রসবের ঘটনায় সেবা কেন্দ্রটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।