পাবনার চাটমোহরের হান্ডিয়াল এলাকা থেকে ৬ জন মাদকসেবীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল। পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত প্রত্যেক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
দন্ডপ্রাপ্তরা হলো,হান্ডিয়াল ইউনিয়নের কুর্নিপাড়া এলাকার পেশকার আলীর ছেলে ইদ্রিস আলী (২১),সোনাবাজু গ্রামের আব্দুরের ছেলে নাজিম উদ্দিন (২৫),পাটিয়াতা গ্রামের আরশেদ আলীর ছেলে হান্নান (২৬),ইউসুফ আলীর ছেলে আমিনুল (১৮),হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আমিনুল (২৮) ও সোনাবাজু গ্রামের ওমর ফকিরের ছেলে আলি আজম (২৬)।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান,মাদক সেবনের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাটমোহর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।