জাতীয় আদিবাসী পরিষদ বিলচলন ইউনিয়ন কমিটি গঠণ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:৫৩ পিএম
জাতীয় আদিবাসী পরিষদ বিলচলন ইউনিয়ন কমিটি গঠণ

জাতীয় আদিবাসী পরিষদ চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কমিটি গঠল করা হয়েছে। এ লক্ষে বুধবার (২৯ অক্টোবর) বিলচলন ইউনিয়নের কুমারগাড়া মন্দির প্রাঙ্গনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী নেতা কর্ণ মুরারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল। বেসরকারি উন্নয়ন সংগঠণ মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর উদ্যোগে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন মানব মুক্তি সংস্থার কর্মসূচি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। বক্তব্য দেন,বিদ্যুৎ ভুঁইমালী,ভিমরাজ মাহাতো,সীমা রানী হলদার,রীতা রানী হলদার,ক্ষিতিশ চন্দ্র দাস প্রমুখ। 

সভায় বিউটি রাণীকে সভাপতি ও লিপি রাণীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বিলচলন ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের কমিটি গঠণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে