চাঁদপুর-৩ আসনে আবুল কালাম আজাদের মনোনয়ন দাবিতে সমাবেশ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০১:০৬ পিএম
চাঁদপুর-৩ আসনে আবুল কালাম আজাদের মনোনয়ন দাবিতে সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও রাজপথের সাহসী নেতা আবুল কালাম আজাদকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। বুধবার(২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীদল ও ঢাকায় অবস্থানরত চাঁদপুর-৩ আসনের সাধারণ নেতাকর্মীদের উদ্যোগে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, জনাব আবুল কালাম আজাদ দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে কর্মীদের অনুপ্রেরণা যুগিয়েছেন। তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী তাঁতীদল সারা দেশে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। তাঁরা বিশ্বাস করেন-তাঁকে মনোনয়ন দিলে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। আবুল কালাম আজাদ কেবল একজন সংগঠক নন; তিনি দলের আদর্শ, ত্যাগ ও নিষ্ঠার জীবন্ত প্রতীক। কারা নির্যাতন, মামলা ও নিপীড়নের মধ্য দিয়েও তিনি দলের পতাকার প্রতি অবিচল থেকেছেন।

পরিশেষে বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের দলের দুঃসময়ের কান্ডারী কারা নির্যাতিত এই ত্যাগী, সৎ ও কর্মীবান্ধব নেতাকে চাঁদপুর-৩ সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করার জোর দাবি  জানাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে