বিরলে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০১:১৯ পিএম
বিরলে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মরহুম এ এফ এম রিাজুল হক চৌধুরী স্মৃতি সংসদ এর উদ্যোগে বিরল উপজেলার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজের জীবন মহল পার্ক এন্ড রিসোর্টের অডিটোরিয়ামে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি'র নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করছেন দিনাজপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেন।

বিশেষ অতিথি উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ।

উপজেলা বিএনপি'র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আক্কাস আলী এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অভিভাকদের মধ্যে কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অতুল চন্দ্র রায়, ধুকুরঝাড়ী কলেজের প্রভাষক..