যাত্রী বেশে গাড়ীতে উঠে সঙ্গীয়দের দিয়ে ছিনতাই করিয়ে অতঃপর চালককে ডাকাতির হুতা সাজিয়ে আটক করে সবকিছু কেড়ে নেয় একটি সক্রীয় ডাকাত চক্র। এমনই একটি চক্রের সদস্যকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। ছিনতাইয়ের নাটক সাজিয়ে পুলিশকে বিভ্রান্ত করতে গিয়ে অবশেষে ধরা পরে পেশাদার ডাকাত। গ্রেফতারকৃত ব্যক্তি মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের লেংড়ার বাজার এলাকার নেওয়াজ আলী’র ছেলে সোহেল (২৬)। জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহের দিঘাড়কান্দা বাইপাস এলাকার ড্রাইভার পরিচয়ে সোহেল একটি সিলিন্ডার গ্যাস ও চুলা বহনকারী পিকাপ চালক প্রতিবন্ধী মজিবুর রহমানের সহায়তা চান। মুক্তাগাছা যাবার উদ্দেশ্যে গাড়ীতে উঠার পর আকুয়া বাইপাস এলাকায় পৌঁছলে সোহেল গাড়ী থামাতে বলেন। এ সময় একজন মোটরসাইকেল আরোহী নিজেকে পুলিশ পরিচয়ে সোহেলের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়। তবে মোটরসাইকেল চালক মজিবরের কাছ থেকে টাকা নেয়নি ও মালামালে হাত দেয়নি। এতে পিকাপ চালকের সন্দেহ হলে প্রতিবাদ করেন। এক পর্যায়ে সোহেল গাড়ীর চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর সোহেল নিজেই ফোন দেয় ৯৯৯ নম্বরে এবং অভিযোগ করেন। ড্রাইভার পরিকল্পিতভাবে তার কাছ থেকে ২০হাজার টাকা ছিনতাই করেছে। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদে প্রকাশ পায় পুরো ঘটনাটি সোহেলের সাজানো । পুলিশ জানায়, সোহেল নিজেই প্রতারণার কৌশল হিসেবে লুটপাটের ঘটনাটি পরিকল্পনা করে ভুক্তভোগী সেজে ৯৯৯ এ কল দেন। মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জুলুস খান বলেন, সোহেল অভিনব কায়দায় ৯৯৯ এ কল দিয়ে তথ্য দেয়। তদন্তে সত্য উদঘাটনে সক্ষম হয়েছি। তার নামে একাধিক মামলা রয়েছে। সে একজন পেশাদার ডাকাত। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।