মহাদেবপুরে নির্বিঘ্নে সার ও বীজ সরবরাহে সভা

এফএনএস (রওশন জাহান, মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৯:১৯ পিএম
মহাদেবপুরে নির্বিঘ্নে সার ও বীজ সরবরাহে সভা

নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমে প্রকৃত চাষিদের মধ্যে নির্বিঘ্নে বিভিন্ন রাসায়নিক সার ও বীজ সরবরাহ নিশ্চিতের লক্ষে ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। উপজেলার ১০টি ইউনিয়নে নিয়োগ করা বিসিআইসির ১২ জন ও বিএডিসির ২০ জন সার ও বীজ ডিলার এতে উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম প্রমুখ।

সভায় জানানো হয় যে, সরকারি ঘরে পর্যাপ্ত সার ও বীজ মজুদ রয়েছে। ডিলারদের প্রতিমাসের বরাদ্দ তালিকা প্রকাশ করা হয়েছে। ডিলারদের সময়মত বরাদ্দকরা সার ও বীজ উত্তোলন করে প্রকৃত চাষীদের মধ্যে সরকারি মূল্যে বিক্রি নিশ্চিত করতে বলা হয়। কেউ অযথা কৃত্রিম সংকট সৃষ্টি অথবা গুজব ছড়িয়ে সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে