কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, কুড়িগ্রাম সোনাহাট ব্রিজ সংলগ্ন ভূমি অধিগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫। পরিদর্শনকালে তিনি ব্রিজ সংলগ্ন এলাকার ভূমি অধিগ্রহণের অগ্রগতি, সড়ক উন্নয়ন কাজের সম্ভাবনা এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়াদি ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানে বন্দর কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন ও পণ্য আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাগেশ্বরী, সহকারী কমিশনার (ভূমি) নাগেশ্বরী, ভূমি অধিগ্রহণ অফিসার এবং স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থলবন্দরের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।