বাউফলে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ ১ নভেম্বর,২০২৫ খ্রীঃ (শনিবার) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি ্র্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আয়োজিত আলোচনায় সভায় মিলিত হন।
বাউফল উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মো: হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আমিনুল ইসলাম।
সমবায় অধিদপ্তরের অফিসার মো : ইকবাল হোসেন সঞ্চালনায় " সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়" প্রতিপাদ্য নিয়ে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ইউসিসি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। সমবায় ক্রেডিট ইউনিয়ন প্রতিনিধি মো: করিম প্যাদা, মো: মহি উদ্দিন প্রমুখ।