ফুলবাড়ীয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ০৬:২১ পিএম
ফুলবাড়ীয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শনিবার, (০১ নভেম্বর২০২৫)  যৌতুক আইনের ৩ ধারা মামলায়  ২ বছর ৬ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী জহিরুল ইসলাম রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানা (ওসি) রুকুনোজ্জামান।

গ্রেফতার কৃত আসামী জহিরুল ইসলাম রিপন (৪২) ফুলবাড়ীয়ার উপজেলার  দেওখোলা ইউনিয়নের কালীবাজাইল গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

ফুলবাড়ীয়া থানার ওসি রুকুনোজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে কালীবাজাই বাজার থেকে   যৌতুক আইনের মামলায় সাজাপ্রাপ্ত জহিরুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয়েছে। যৌতুক আইনের ৩ ধারা মামলায়,  ২ বছর ৬ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। 

আপনার জেলার সংবাদ পড়তে